Monday, March 27, 2023
Homeপশ্চিমবঙ্গকারখানায় আচমকা সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশে উত্তেজনা ছড়াল রিষড়ার ওয়েলিংটন জুট মিলে

কারখানায় আচমকা সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশে উত্তেজনা ছড়াল রিষড়ার ওয়েলিংটন জুট মিলে

কারখানায় আচমকা সাসপেনশন অফ ওয়ার্কের (Suspension of work) নোটিশে উত্তেজনা ছড়াল রিষড়ায়। শনিবার রাত থেকে হঠাত্‍ করে হুগলির (Hoogli) রিষড়ার ওয়েলিংটন জুট মিলের ম্যানেজমেন্ট কারখানাটি বন্ধ করে দেয়। ফলে বেকার হয়ে পড়লেন প্রায় পাঁচ হাজার শ্রমিক।

শ্রমিকদের অভিযোগ, ম্যানেজার গেরুয়া শিবিরের সঙ্গে হাত মিলিয়ে ভোটের মুখে কারখানাটি বন্ধ করে দেওয়ার চক্রান্ত করছেন। যদিও এই অভিযোগ মানতে নারাজ স্থানীয় বিজেপি নেতৃত্ব। কারখানা বন্ধের প্রতিবাদে রবিবার সকাল থেকে দীর্ঘক্ষণ জিটি রোড অবরোধ করেন শ্রমিকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments