নতুন মরসুমের জন্য ক্রিকেটারদের সইপর্ব চলছে বিভিন্ন ক্লাবদলে। তাতেও চলে এল আরজি কর কাণ্ডের প্রসঙ্গ। কালীঘাট ক্লাবের হয়ে সই করলেন ঋদ্ধিমান সাহা ও অনুষ্টুপ মজুমদার। শুধু তাই নয়, প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নিয়ে ক্লাব ক্রিকেটে কালীঘাটের হয়ে সই করলেন মনোজ তিওয়ারিও। সই করে তিনি বলেন, ‘আমি আর্থিক কোনো লেনদেন ছাড়াই এই ক্লাবে সই করলাম। সিনিয়র ক্রিকেটার হিসেবে জুনিয়রদের জন্য আমার কিছু কর্তব্য আছে।’ ঋদ্ধি বলেন, ‘অনেকদিন পরে নিজের পুরোনো ক্লাবে ফিরে আসতে পেরে ভালো লাগছে।’ বাংলার বর্ষসেরা খেলোয়াড় অনুষ্টুপ বলেন, ‘পুরোনো সতীর্থদের আবার পাশে পেয়ে ভালো লাগছে।’ এরই পাশাপাশি আরজি কর কাণ্ড নিয়ে ঋদ্ধি বলেন, ‘এর চেয়ে জঘন্য অপরাধ আর হতেই পারে না। আসল দোষীরা শাস্তি পাক, এটাই চাই। যত তাড়াতাড়ি বিচার হবে তত ভাল।’ অন্যদিকে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ বলেন, ‘এই ঘটনার দ্রুত বিচার চাই। এটা একটা সামাজিক ব্যাধি’।