শূন্য থেকে সেঞ্চুরি। কিউয়িরা তাঁকে থামাতে পারল দেড়শো রানের মাথায়। তিনি সরফরাজ খান। যিনি ভারতকে বিপদে লড়াইয়ের স্বপ্ন দেখালেন। জীবনের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরির দিনে ১৯৫ বলে সরফরাজ করলেন ১৫০ রান। এরমধ্যে রয়েছে ১৮ চার ও ৩ ছক্কা। তাঁর জীবনে সেঞ্চুরি মূল্যবান। কিন্তু শচীন তেন্ডুলকর প্রশংসা করেছেন টাইমিংয়ের। তিনি সমাজমাধ্যমে সরফরাজের প্রশংসা করে লেখেন, ‘সরফরাজ খানের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেওয়া কী দারুণ সময়, যখন ভারতের এটা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল।’ ভারতের নবম ব্যাটার হিসেবে কোনো টেস্টে শূন্য রানে আউট হওয়ার পর সেঞ্চুরি করলেন সরফরাজ। কেরিয়ারের চতুর্থ আন্তর্জাতিক টেস্টে প্রথম সেঞ্চুরি পান সরফরাজ। কিন্তু প্রথম শ্রেণির ক্রিকেটে এটা তাঁর ১৬তম সেঞ্চুরি। আগের ১৫টি সেঞ্চুরির মধ্যে ১০টিই ১৫০+ স্কোর।