More
    Homeখবর“কিছু লোকের শিক্ষা হওয়া দরকার”, শিক্ষক দিবসে মানুষের শিক্ষা নিয়ে প্রশ্ন তুললেন...

    “কিছু লোকের শিক্ষা হওয়া দরকার”, শিক্ষক দিবসে মানুষের শিক্ষা নিয়ে প্রশ্ন তুললেন রেডিও ক্যাপ্টেন মীর

    আর জি করের ঘটনা নারী নিরাপত্তার দুর্দশা চোখে আঙুল দিয়ে দেখানোর পর মহিলাদের প্রতি হওয়া নির্যাতনের বিরুদ্ধেও প্রতিবাদী আওয়াজ উঠেছে সমাজের সর্বস্তর থেকে। আগামী প্রজন্মের কাছে নিঃসন্দেহে বর্তমান শহরের এই প্রতিবাদী মুখ শিরদাঁড়া সোজা করে বাঁচার ‘পাঠ’ হয়ে থাকবে, আশা করা যায়। শিক্ষক দিবস উপলক্ষে এবার বিশেষ পোস্ট মীর আফসার আলির।

     

    ‘গপ্পো মীরের ঠেক’-এর স্রষ্টা সোশাল মিডিয়ায় একটি পোস্টে লিখেছেন, “কিছু লোকের শিক্ষা হওয়া দরকার।” একদিকে এই পোস্ট যেমন ন্যায়বিচারের পক্ষে কথা বলে, তেমনই সমাজের উন্মত্ত জনতার শিক্ষার নিয়েও প্রশ্ন তোলে। নারীদের নিরাপত্তা, স্বাধীনতা, সামাজিক অবস্থানের জন্য আন্দোলন করা একাংশই যখন আবার কোনও নারীকে সেই প্রতিবাদী মিছিলেই আক্রমণ করার ‘বদ-সাহস’ দেখায়, তখন সেটাও শিক্ষার প্রশ্ন তোলে।

     

    শিক্ষক দিবস উপলক্ষে পোস্ট করেছেন ঋত্বিক চক্রবর্তীও। তিনি লিখেছেন, “মানুষই আমাদের শিক্ষক। কী করতে হবে আর কী করা যাবে না দুটোই শেখায়। আপনি কী শিখবেন আপনার অভিরুচি।” গত তিন সপ্তাহ ধরে শহর তিলোত্তমার মানুষ যেভাবে একজোট হয়ে পথে নেমে প্রতিবাদী আওয়াজ তুলেছেন, সেকথাই এখানে বোঝাতে চেয়েছেন ঋত্বিক চক্রবর্তী।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments