বারবার রেফারির ভুল। খেসারত দিতে হচ্ছে ক্লাবদলগুলোকে। অভিযোগের পাহাড় জমছে। বিতর্ক থেকে মুক্তি পেতে আগামী বছর থেকে ভিএআর সিস্টেম চালু করতে উদ্যোগ নিচ্ছে। তাতে কিছুটা হলেও বিতর্ক থেকে মুক্তি মিলতে পারে। কিন্তু কেন এত ভুল? কেন পেশাদারিত্বের অভাব? কেন টেকনিক্যাল এরর? এ নিয়ে প্রশ্ন উঠছেই। ফেডারেশনের রেফারি সংস্থার প্রধান নির্দেশক ট্রেভর কেটেল বলেন, ‘ ভারতে রেফারিরা এখনও বিশাল টাকা পায় না। বেশিরভাগ ক্ষেত্রেই পার্টটাইম পেশা হিসেবেই রেফারিরা মাঠে নামে। তবে ফেডারেশন ভাবনাচিন্তা করছে এবার পূর্ণ সময়ের রেফারি নেওয়া নিয়ে।’