ছুরি নয়, অন্য কোনও অস্ত্রের আঘাতে জখম হয়েছিলেন সইফ আলি খান। নতুন দিয়ে মোড় ঘুরল এই ঘটনা। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালের দেওয়া তথ্য নিয়ে তৈরি হচ্ছে ধোঁয়াশা। কীভাবে জখম হয়েছিলেন অভিনেতা? শনিবার এই বিতর্ক নয়া মোড় নিল ফরেন্সিক বিশেষজ্ঞ দীনেশ রাওয়ের এক বক্তব্যের জেরে। লীলাবতী হাসপাতাল বান্দ্রা পুলিশকে জানিয়েছিল, ছুরির আঘাতে গুরুতর জখম অভিনেতা। কিন্তু ফরেন্সিক তদন্তের রিপোর্ট বলছে অন্য কথা। ছুরি নয়, সইফের শরীরের ক্ষতগুলি কোনও ভোঁতা অস্ত্রের আঘাতে হয়েছে। তা হলে সইফের মেরুদণ্ডের কাছ থেকে ছুরির ২.৫ ইঞ্চির একটি টুকরো যে অস্ত্রোপচার করে বার করা হয়েছিল, তা কী ভাবে ঢুকল শরীরে? এখনও পর্যন্ত কোনও বিবৃতিই পেশ করা হয়নি হাসপাতাল কর্তৃপক্ষের কাজ থেকে।