Tuesday, May 30, 2023
HomeUncategorized'কী খারাপ গান গায় অরিজিৎ' বিতর্কিত মন্তব্য করে বিপাকে অনুরাধা পরওয়াল!

‘কী খারাপ গান গায় অরিজিৎ’ বিতর্কিত মন্তব্য করে বিপাকে অনুরাধা পরওয়াল!

 

যত দ্বন্দ্ব একটি গানকে ঘিরে। যদিও বলিউড ইন্ডাস্ট্রিতে এটা কোন নতুন ঘটনা নয়। তবে যাকে নিয়ে করা হচ্ছে রীতিমতো হা হয়ে গিয়েছে সকলেই। এমন কি যিনি করেছেন তাকে একসময় লতা মঙ্গেশকরের যোগ্য উত্তরসূরী বলে মানা হতো। দয়াবান ছবির একটি গানের রিমিক্স কে কেন্দ্র করে শুরু হয় এই দ্বন্দ্ব।

 

অনুরাধা জানিয়েছেন তারই এক ঘনিষ্ঠ তাকে সেই গানটি রিমিক্স শুনতে অনুরোধ করেছিলেন। সেই গান শোনার পর তার নাকি রীতিমতো কান্না পেয়ে গিয়েছিল। একটা ভালো গানকে কেউ এইভাবে নষ্ট করতে পারে অরিজিতের গান না শুনলে তিনি তো জানতেই পারতেন না। যদিও এই ব্যাপারে অরিজিতের কোন প্রতিক্রিয়া নেই।

 

১৯৮৮ সালের প্রায় 2 দশক পরে “আজ ফির তুমপে পেয়ার আয়া হে” গানটির রিমিক্স বানানো হয় হেট স্টোরি ২ ছবির জন্য। এই গানটির প্লেব্যাক করেছিলেন অরিজিৎ সিং। অনুরাধার দাবি তিনি ভাবতেই পারছেন না যে একজন গায়ক কিভাবে একটা গানকে এইভাবে নষ্ট করে দিতে পারে পরে নাকি তিনি আসল গানটি বার দুয়েক শোনার পরে একটু স্বস্তি পেয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments