কী হবে দুঃখ করে!’ তাই হয়তো অবসরের পর মাত্র ২ জনের ফোন পেয়েই খুশি রবিচন্দ্রন অশ্বিন। নাহ, আর কেউ নয়, মাত্র ২ জনই ফোন করেছিলেন। সেই কল লিস্ট প্রকাশ্যেই এনেছেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অস্তাচলে চলে যাওয়া ‘রবি’। অবসর নেওয়ার পর বাবা ছাড়া অশ্বিনকে ফোন করেছিলেন শচীন তেন্ডুলকর আর কপিলদেব নিখাঞ্জ। ভীষণ খুশি হয়েছেন যে তাতে সে’কথা লিখেছেন সমাজমাধ্যমেই। অশ্বিন লেখেন, ‘কেউ যদি আমাকে ২৫ বছর আগে বলত যে আমার কাছে একটা স্মার্টফোন থাকবে এবং ভারতীয় ক্রিকেটার হিসেবে আমার কেরিয়ারের শেষদিনে কল লগ এরকম থাকবে, তাহলে আমার সে’দিনই হার্ট অ্যাটাক হতো। ধন্যবাদ শচীন তেন্ডুলকর ও কপিল দেব পাজি।’ ছেলের সিদ্ধান্ত মেনে নিলেও ক্ষোভ উগড়ে দিয়েছেন অশ্বিনের বাবা। তিনি সরাসরি বলেন, ‘১৪-১৫ বছর ধরে ভারতের জার্সিতে খেলেছে, সেটা হঠাৎ পালটে গেলে শক তো লাগবেই। দিনের পর দিন অপমানিত হতে হচ্ছিল ওকে। আর কতদিন সহ্য করবে? তাই নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।’