Monday, March 27, 2023
Homeরাজ্যকুঁদঘাটে নিকাশির কাজ করতে গিয়ে ম্যানহোলে আটকে পড়া ৪ ঠিকাশ্রমিকেরই মৃত্যু

কুঁদঘাটে নিকাশির কাজ করতে গিয়ে ম্যানহোলে আটকে পড়া ৪ ঠিকাশ্রমিকেরই মৃত্যু

কুঁদঘাটে নিকাশির কাজ করতে গিয়ে ম্যানহোলে আটকে পড়া ৪ ঠিকাশ্রমিকেরই মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ কুঁদঘাট পাম্পিং স্টেশনের কাছে নিকাশি নালার কাজ করতে ম্যানহোলে নেমেছিলেন ৪ জন ঠিকাশ্রমিক। মাটির নীচে নেমে অসুস্থ হয়ে পড়েন তাঁরা। এর পর খবর যায় দমকলে। খবর যায় বিপর্যয় মোকাবিলা দলের কাছে। তারা এসে ২ ঘণ্টা পর ৪ জনকে উদ্ধার করেন।

গুরুতর অসুস্থ অবস্থায় ৪ ঠিকা শ্রমিকের মধ্যে ২ জনকে পাঠানো হয় বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে। ২ জনকে পাঠানো হয় SSKM-এ। কিন্তু কাউকেই বাঁচানো যায়নি।

অভিযোগ, সুরক্ষাবিধি না মেনেই ওই ঠিকাশ্রমিকদের নামানো হয়েছিল নালায়। কুঁদঘাট পাম্পিং স্টেশনে জল ঢোকার পুরনো নালার সঙ্গে নতুন নালার সংযোগ স্থাপনের সময় দুর্ঘটনায় পড়েন তাঁরা। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন মন্ত্রী অরূপ বিশ্বাস। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments