More
    Homeখবর‘কুইন্টাল কুইন্টাল জল ছাড়া হয়েছে’- বন্যা পরিস্থিতির জন্য ডিভিসি-কে দোষারোপ করতে গিয়ে...

    ‘কুইন্টাল কুইন্টাল জল ছাড়া হয়েছে’- বন্যা পরিস্থিতির জন্য ডিভিসি-কে দোষারোপ করতে গিয়ে একক গুলিয়ে ফেললেন রচনা

    পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী করেছিলেন ডিভিসি-কে। এবার মুখ্যমন্ত্রীর মতো বন্যা পরিস্থিতির জন্য ডিভিসি-কেই দায়ী করলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তবে ‘দোষারোপ’ করতে গিয়ে তরলের সঙ্গে কঠিন পদার্থের একক গুলিয়ে ফেললেন রচনা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তারকা সাংসদ গম্ভীর ভাবে বললেন, ‘‘কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে। মানুষের বাড়িঘর কিচ্ছু নেই! সবাই রাস্তায় বেরিয়ে পড়েছেন। আর ওরা (ডিভিসি) বলছে, জানিয়ে পাঠিয়েছে!’’ রচনা বলেন, সত্যিটা কি এই মুহূর্তে তাঁর জানা নেই। অন্যদিকে, সাংসদের কিউসেকের সঙ্গে কুইন্টাল গুলিয়ে ফেলা নিয়ে বিজেপির কটাক্ষ, ‘‘ওঁকে মিউজ়িয়ামে রাখা উচিত।’’

     

    বুধবার বন্যাবিধ্বস্ত বলাগড়ের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তৃণমূল সাংসদ রচনা। চাঁদরা, মিলনগর, চরখয়রামারি-সহ ভাঙন এবং বন্যাকবলিত এলাকায় যান। তিনি জানান, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মাস্টারপ্ল্যান করতে কেন্দ্র সাহায্য করেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়ে সেই কাজ করছেন। তেমনই বলাগড়ে ভাঙন নিয়ন্ত্রণে কোনও পরিকল্পনা করা যায় কি না দেখা হবে। তার পরেই রচনা নিশানা করেছেন ডিভিসি-কে। তাঁর কথায়, ‘‘যেটা হয়েছে, খুব খারাপ হয়েছে। মুখ্যমন্ত্রী যে বিষয়ে বলেছেন, সে বিষয়ে আমি আর কিছু বলবো না। উনি আমাদের গুরুজন।’’ রচনার ‘কুইন্টাল’ মন্তব্য নিয়ে হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউয়ের মন্তব্য, ‘‘মুখ্যমন্ত্রীর উচিত হুগলির সাংসদকে মিউজ়িয়ামে রাখা। সাংসদ বলছেন, কেন্দ্রীয় সরকার নাকি কুইন্টাল কুইন্টাল জল ছাড়ছে! জল কুইন্টালে কবে থেকে মাপা শুরু হল? ওঁর ন্যূনতম জ্ঞান নেই। তাই ভুলভাল বকছেন। কপালে দুঃখ রয়েছে সাধারন মানুষের।’’

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments