More
    Homeখবরকুণালের কটাক্ষ অরিজিৎ সিংকে

    কুণালের কটাক্ষ অরিজিৎ সিংকে

    আর জি কর কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য,দেশ,রাজনীতি। মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে কর্মবিরতি চিকিৎসকদের। তারকা থেকে শিল্পী সবাই একজোটে পথে নেমেছেন। আর এই আবহেই সম্প্রতি মুখ খুলেছেন গায়ক অরিজিৎ সিং। সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রতিবাদের কথা জানানোর পাশাপাশি গানও বাঁধেন, ‘আর কবে’? আর এই গানটি ইতিমধ্যেই ভাইরাল হয়েগিয়েছে। কিন্তু এবার তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের নিশানায় অরিজিতের সেই গানও। অরিজিতের এই গানের প্রসঙ্গে কটাক্ষের সুরে তিনি লেখেন,’অরিজিৎ সিং অপূর্ব গায়ক। ছেলেটিও ভালো। তিলোত্তমার ন্যায় বিচার চেয়ে গানটি যথার্থ, সমর্থনও করি। কিন্তু সমস্যা হলো বিবেক জাগে শুধু বাংলায়। মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয়না। বা সাক্ষী মালিকদের নিয়েও না। কারণ ওটা তো মূল কর্মক্ষেত্র,হিন্দি জগৎ কাজ,টাকা, কেরিয়ার তাই চুপ’? কুণাল ঘোষের এই পোস্টের কিছুক্ষণ পরে অরিজিৎ সিং নিজের এক্স হ্যান্ডেলে পর পর তিনটি পোস্ট করেন নিজে। এরপর লেখেন, ‘ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি’। এছাড়াও টালিগঞ্জের অভিনেতা অভিনেত্রীদের বিরুদ্ধেও নানান মন্তব্য করেছেন কুণাল ঘোষ

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments