More
    Homeখবরকুস্তির আখড়া থেকে অলিম্পিক পদক, ব্রিজভূষণ থেকে সতীর্থদের ভূমিকা, সবকিছুর

    কুস্তির আখড়া থেকে অলিম্পিক পদক, ব্রিজভূষণ থেকে সতীর্থদের ভূমিকা, সবকিছুর

    সাক্ষী মালিক । তিনি অনেক ঘটনারই সাক্ষী। কুস্তির আখড়া থেকে অলিম্পিক পদক, ব্রিজভূষণ থেকে সতীর্থদের ভূমিকা, সবকিছুর। এবার আত্মজীবনী ‘উইটনেস’ এ তারই ঝলক তুলে ধরেছেন। তাতেই একের পর এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে। সবচেয়ে বড় অভিযোগ এনেছেন ববিতা ফোগাটের বিরুদ্ধেই। যেখানে সাক্ষী জানিয়েছেন, ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ববিতা ফোগতই আন্দোলনে নামার বার্তা দেন। পরে ববিতাই রাজনৈতিক ফায়দা তোলেন। সাক্ষী লেখেন, ‘ববিতা আমাদের বোঝায় আন্দোলন শুরু করতে এবং পরে নিজে সরে দাঁড়ায়। ওর কাছে এটা রাজনৈতিক খেলা ছিল, ও নিজে কুস্তি ফেডারেশনের মাথায় বসতে চেয়েছিল। আমাদের জন্য আমরা নিজেদের সবটা দিয়ে দিয়েছিলাম।’তবে এই আত্মজীবনীতেই তিনি লিখেছেন, কীভাবে ব্রিজভূষণের কাছে তিনি হেনস্তার শিকার হয়েছিলেন। ২০১২ সালে যখন তিনি কাজাকস্থানে এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়েছিলেন। সেখানে উপস্থিত ছিলেন ব্রিজভূষণও। তখন হোটেলের ঘরে সাক্ষীকে যৌন হেনস্তার শিকার হতে হয়।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments