কৃষক আন্দোলনের আবহে পঞ্জাবের পুরসভা নির্বাচনে ভরাডুবির মুখে পড়ল বিজেপি। সেই সুবাদে আগামী বছর বিধানসভা ভোটের আগে পঞ্জাবে নিজেদের পায়ের তলার জমি আরও শক্ত করল কংগ্রেস। এনডিএ জোট থেকে বেরিয়ে পৃথকভাবে লড়ে অনেকটা পিছিয়ে দ্বিতীয় স্থান দখল করেছে শিরোমণি অকালি দল। তৃতীয় স্থানে আছে আম আদমি পার্টি (আপ)।
বুধবার সকাল ন’টা থেকে রাজ্যের ১০৯ টি পুরসভা এবং আটটি পুরনিগমের ২,৩০২ ওয়ার্ডের ভোটগণনা শুরু হয়। শুধুমাত্র মোহালি পুরনিগমে বৃহস্পতিবার গণনা হবে। আপাতত পুরোপুরি দাপট দেখিয়েছে কংগ্রেস। ইতিমধ্যে ভাতিন্দা, কাপুরথালা, হোশিয়ারপুর, পাঠানকোট পুরনিগমে ইতিমধ্যে জিতে গিয়েছে ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের দল। বেশিরভাগ পুরসভায় এগিয়ে আছে কংগ্রেস। বিভিন্ন জেলায় নিজেদের ভোটব্যাঙ্কও মজবুত করেছে।