Friday, March 24, 2023
Homeজাতীয়কৃষক বিক্ষোভ নিয়ে টুলকিট মামলায় জামিন পেলেন পরিবেশ কর্মী দিশা রবি

কৃষক বিক্ষোভ নিয়ে টুলকিট মামলায় জামিন পেলেন পরিবেশ কর্মী দিশা রবি

টুলকিট মামলায় জামিন পেলেন পরিবেশ কর্মী দিশা রবি। মঙ্গলবার দুপুরে এই নির্দেশ দিয়েছে আদালত। কৃষক বিক্ষোভ নিয়ে টুলকিট তৈরি ও তা শেয়ার করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল দিশাকে। এদিন তাঁকে দু’টি ১ লক্ষ টাকার বন্ডের বিনিময়ে জামিন দিয়েছে।

আদালত সূত্রে খবর, পুলিশের তরফে দাবি করা হয় যে এই ষড়যন্ত্র নিয়ে পারিপার্শ্বিক প্রমাণ রয়েছে। তখন আদলতের তরফে প্রশ্ন তোলা হয় যে তাহলে কি এই নিয়ে কোনও প্রমাণই নেই পুলিশের কাছে।

গত ২৬ জানুয়ারি গণতন্ত্র দিবসের দিন দিল্লিতে কৃষকদের বিরুদ্ধে ট্রাক্টর মিছিল করার নামে তাণ্ডবের অভিযোগ উঠেছিল। পরে কৃষকদের বিক্ষোভকে সমর্থন করেন আন্তর্জাতিক সেলিব্রিটি ও পরিবেশ কর্মীরা। এই নিয়ে দিশা রবির বিরুদ্ধে টুলকিট বানানো এবং তা সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গকে পাঠানো হয় বলে অভিযোগ।

সেই কারণেই দিশা রবিকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। এই মামলায় দিশার সঙ্গেই অভিযুক্ত নিকিতা জেকব ও শান্তনু মুলুক। অভিযোগ, খালিস্তানপন্থী কোনও গ্রুপের সঙ্গে মিলে ওই টুলকিট বানানো হয়। আর ওই টুলকিটই গণতন্ত্র দিবসে কৃষকদের তাণ্ডবে ইন্ধন দিয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments