কৃষি আইন নিয়ে বড়সড় ধাক্কা খেল কেন্দ্রীয় সরকার। তিনটি নতুন কৃষি আইন কার্যকর করার উপরে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এ দিন এই নির্দেশ দিয়েছে। একই সঙ্গে কৃষি বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। যে কমিটি আইন নতুন তিনটি আইন খতিয়ে দেখার পাশাপাশি সবপক্ষের মতামত শুনবে। পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত তিনটি কৃষি আইনের উপরে স্থগিতাদেশ বজায় থাকবে। এ দিনের আদালতের রায়ের পর কৃষক সংগঠনের নেতারা দাবি করছেন, তাদের আন্দোলনের জয় হল।
- Advertisement -
- Advertisment -