কৃষকদের আন্দোলন এবার গড়াল সুপ্রিম কোর্টে। তিন ‘বিতর্কিত’ কৃষি আইনকে চ্য়ালেঞ্জ জানিয়ে শুক্রবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ভারতীয় কিষান ইউনিয়ন।
অনেক বার বৈঠকের পরেও কোনও সমাধান সূত্র বের হয়নি। কেন্দ্র জানিয়েছে, কৃষকদের দাবি মেনে কৃষি আইনে কিছু সংশোধনী করতে রাজি আছে তারা। কিন্তু কৃষক সংগঠনের দাবি, এই আইন পুরোপুরি প্রত্যাহার করতে হবে। যতদিন না সেটা প্রত্যাহার করা হচ্ছে ততদিন তারা আন্দোলন চালাবে বলেই জানিয়েছে। শুধু তাই নয় আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা। কৃষক সংগঠনগুলি জানিয়েছে, আগামী ১২ ডিসেম্বর দিল্লির দিকে যাওয়ার সব রাস্তা বন্ধ করে দেবে তারা। ১৪ ডিসেম্বর থেকে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে তারা। তারপরে দেশজুড়ে রেল রোকো কর্মসূচিও নিয়েছে কৃষক সংগঠনগুলি। আর তার জন্যই দিল্লি আসছে আরও বেশ কিছু কৃষক সংগঠন। এর মধ্যেই এবার সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করল ভারতীয় কিষাণ ইউনিয়ন।