কৃষ্ণবেশে বিক্রম চট্টোপাধ্যায়, কাঁধে হাত রেখে ‘রাধা’ দেবলীনা কুমার। তথাগতর মুখোপাধ্যায়ের সঙ্গে ‘রাস’লীলায় মাতলেন তারকারা। নতুন ছবি নিয়ে হাজির হতে চলেছেন অভিনেতা তথা পরিচালক। ছবির নাম ‘রাস’। শনিবার প্রকাশ্যে এল প্রথম ঝলক। তথাগতর কথায়, ‘হারিয়ে যাওয়া বাঙালিদের গল্প’ বলবে এই ছবি। অপেক্ষায় অনুরাগীরা।