কেকেআরের নেতৃত্বের আর্মব্যান্ড এবার অজিঙ্কা রাহানের হাতে। সহ-অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার। শ্রেয়সের শূন্যস্থান পূরণ করার জন্য রাহানের হাতে দেওয়া হল বড় দায়িত্ব। জাতীয় দলে আর সুযোগ পান না। চেন্নাইয়ে গতবার ভাল খেলতে পারেননি রাহানে। এমনকি এবারের মেগা নিলামের প্রথম দিনে তাঁকে কোনও ফ্র্যাঞ্চাইজিই নেয়নি। দ্বিতীয় দিনে কেকেআর বেস প্রাইস দেড় কোটি টাকা দিয়ে তাঁকে দলে নেয়। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলা রাহানেকেই গুরুদায়িত্ব দিল কেকেআর ম্যানেজমেন্ট। আর তাঁর সহকারী হিসেবে নেওয়া হয়েছে সবচেয়ে দামি নাইট ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ারকে। তাঁর দাম ওঠে এবার ২৩.৭৫ কোটি টাকা। গতবারের চ্যাম্পিয়ন কেকেআর। এবারও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে রাহানের নেতৃত্বে নামবে নাইট বাহিনী। রাহানে বলেন, ‘কেকেআরের নেতৃত্ব দেওয়ার প্রস্তাব পেয়ে নিজেকে গর্বিত মনে করছি। নাইট রাইডার্স আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি। আমাদের দল খুব ভালো হয়েছে, ভারসাম্য আছে। সকলের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি’। আর ভেঙ্কটেশ বলেন, ‘যেহেতু রাহানে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন, মুম্বইকে সাফল্য দিয়েছেন অধিনায়ক হিসেবে, সেই অভিজ্ঞতাই তাঁকে এগিয়ে রাখল’।