কেকেআরে মহাতারকারাই বাদ! কে হবেন কেকেআর-এর নতুন অধিনায়ক? জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, কেকেআরের রিটেনশন লিস্টে আছেন রিঙ্কু সিং, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানা। জানা গেছে, এরসঙ্গে রমনদীপ সিংকেও রেখে দিতে পারে কেকেআর। তবে তালিকায় নেই শ্রেয়স আইয়ার, আন্দ্রে রাসেল বা মিচেল স্টার্কের নাম! ২০২২ সালে শ্রেয়সকে ১২.২৫ কোটিতে কিনেছিল কলকাতা। রাসেলকে ১২ কোটিতে রিটেন করা হয়েছিল। আর ২৪.৭৫ কোটিতে কেনা হয়েছিল স্টার্ককে। ফলে নিলামে বড় অঙ্কের টাকা নিয়েই নামবে কলকাতা নাইট রাইডার্স। মেগা নিলামে রাইট টু ম্যাচ কার্ড দিয়ে এই ক্রিকেটারদের কাউকে কিনে নেয় কিনা তাই দেখার। জানা যাচ্ছে, শ্রেয়সের সঙ্গে আলোচনায় বসেও রাজি করাতে পারেনি ম্যানেজমেন্ট। ফলে, নতুন অধিনায়ক খুঁজতে হবে নাইটদের। কাকে করে, তাই দেখার।