More
    HomeUncategorizedকেবলমাত্র শুভেন্দু অধিকারী নন, গেরুয়া শিবিরে যাচ্ছেন তৃণমূলের ৯ বিধায়ক, ১ সাংসদ!...

    কেবলমাত্র শুভেন্দু অধিকারী নন, গেরুয়া শিবিরে যাচ্ছেন তৃণমূলের ৯ বিধায়ক, ১ সাংসদ! জানুন কারা আছেন তালিকায় ?

    কেবলমাত্র শুভেন্দু অধিকারী নন, অমিত শাহ-র সভা থেকে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিচ্ছেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত। তবে কেবলমাত্র শুভেন্দু-শীলভদ্র নয়। গেরুয়া শিবিরে যাচ্ছেন

    ৯ বিধায়ক এবং ১ জন সাংসদ। সঙ্গে রাজ্য জুড়ে পুরসভা এবং পঞ্চায়েত স্তরের বেশ কিছু জনপ্রতিনিধি এবং তৃণমূলের জেলা সংগঠনের বহু নেতা। মেদিনীপুরে অমিত শাহের সভায় শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগদানকারী নেতানেত্রীদের সংখ্যাটা নেহাত কম নয়। বিজেপি-তে যোগদানকারী বিধায়কদের মধ্যে অবশ্য তৃণমূলের পাশাপাশি বাম এবং কংগ্রেস বিধায়করাও রয়েছেন।

    একনজরে দেখে নেওয়া যাক, যোগদানকারী বিধায়কদের মধ্যে কারা কারা রয়েছেন-

    ১. সৈকত পাঁজা- মন্তেশ্বরের তৃণমূল বিধায়ক ২.বিশ্বজিত্‍ কুণ্ডু- কালনার তৃণমূল বিধায়ক ৩.সুকরা মুণ্ডা- নাগরাকাটার তৃণমূল বিধায়ক ৪. বনশ্রী মাইতি- উত্তর কাঁথির তৃণমূল বিধায়ক ৫.দিপালী বিশ্বাস- গাজোলের তৃণমূল বিধায়ক ৬. শীলভদ্র দত্ত- ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক ৭. তাপসী মণ্ডল- হলদিয়ার সিপিএম বিধায়ক ৮.অশোক দিন্ডা- তমলুকের সিপিআই বিধায়ক ৯. সুদীপ মুখোপাধ্যায়- পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক

    এ ছাড়াও যোগদানকারী উল্লেখযোগ্য তৃণমূল নেতাদের মধ্যে রয়েছেন পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডল। পাশাপাশি প্রাক্তন তৃণমূল সাংসদ দশরথ তিরকে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বাঁকুড়ার তৃণমূল নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ও যোগ দিচ্ছেন বিজেপি-তে। তালিকায় রয়েছেন রাজ্যের তৃণমূল নেতা কর্নেল দীপ্তাংশ চৌধুরী। তৃণমূল নেতৃত্বের উদ্বেগ বাড়িয়ে গোটা প্রায় গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই শুভেন্দু অনুগামীরা এ দিন সভায় যোগ দিতে এসেছেন। তবে প্রত্যাশিত ভাবেই তৃণমূলের সংগঠনে সবথেকে বেশি ফাটল ধরেছে দুই মেদিনীপুরে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments