More
    Homeঅনান্যকেমিক্যাল নাকি ফিজিক্যাল এক্সফোলিয়েটর, আপনার জন্য কোনটা ভালো?

    কেমিক্যাল নাকি ফিজিক্যাল এক্সফোলিয়েটর, আপনার জন্য কোনটা ভালো?

    প্রথমেই আপনার ত্বক সম্বন্ধে জানুন

     

    ত্বক মূলত দুই স্তরে গঠিত হয়- এপিডার্মিস (Epidermis) আর ডার্মিস (Dermis)। এপিডার্মিস হচ্ছে বহিস্তর, এটি ত্বকের পৃষ্ঠের উপর বা সার্ফেসে একটি প্রতিরক্ষামূলক বাধা তৈরি করে এবং ময়েশ্চার ধরে রাখে। কেরাটিনোসাইটস (Keratinocytes) হল প্রধান কোষ, যা বহিস্ত্বকের ৯৫% গঠনকারী এবং মাইটোসিস (Mitosis) এর মাধ্যমে কোষ গঠন করে।

     

     

     

     

    স্কিন সেলের কিন্তু বয়সসীমা আছে; মানে নির্দিষ্ট সময় পর এটা ডেড সেলসে পরিণত হয়। বহিস্ত্বকের অনেকগুলো স্তর আছে যার মধ্যে স্ট্রাটাম কার্নেয়াম সার্ফেসে (Surface stratum coronium) থাকে এবং মৃত কোষের লেয়ার ওখানেই জমা হতে থাকে। স্বাভাবিকভাবেই কোষ পুনর্গঠিত ও রিপ্লেস হয়। কিন্তু কিছু ফ্যাক্টর এই ন্যাচারাল প্রসেসকে বাধাগ্রস্ত করতে পারে। যেমনঃ এজিং (Aging), ওয়েদার চেঞ্জ, হরমোনাল প্রবলেম, ভুল প্রোডাক্ট অ্যাপ্লাই করা, ডায়েট ইত্যাদি। মরা কোষের সাথে ত্বকের তেলগ্রন্থির নিঃসরণ আর ধূলোবালি মিশে রোমকূপ বন্ধ হলেই স্কিন প্রবলেম যেমন- স্কিনে ক্লগড পোর (Clogged pore), রাফনেস, রিংকেল, ডার্ক প্যাচ দেখা যায়।

     

     

     

     

    এক্সফোলিয়েটরের পরিচিতি

     

    ডেড স্কিন সেলস রিমুভালের এজেন্টকে এক্সফোলিয়েটর বলা হয়। কেমিক্যাল এক্সফোলিয়েটর আর ফিজিক্যাল এক্সফোলিয়েটর – দু’টা ধরন আছে। চলুন আজ আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে নেই। কোনটা কীভাবে কাজ করে, কোন ধরনের ত্বকে কোনটা উপযোগী এগুলোও শেয়ার করবো।

     

     

     

     

    ১) ফিজিক্যাল এক্সফোলিয়েটর (Physical exfoliator)

     

    ফিজিক্যাল এক্সফোলিয়েশনের ব্যাপারে আগে কথা বলি কারণ এটা আমাদের সবারই কম বেশি পরিচিত। স্ক্রাবিং ফিজিক্যাল এক্সফলিয়েশনের একটা ফর্ম। স্ক্রাবের ছোট ছোট দানার মাধ্যমে ম্যাসাজ করে ত্বকের উপরিভাগের ডেড সেলসের লেয়ার আর ব্ল্যাকহেডস সহজেই ক্লিন করা যায়।

     

     

     

     

    এছাড়াও ফিজিক্যাল এক্সফোলিয়েশনের আরেকটা প্রসেস আছে; মাইক্রোডার্মাব্রেশন (Microdermabrasion)। এটা বেশ স্ট্রং একটা ফিজিক্যাল এক্সফোলিয়েটর কারণ এটা ত্বকের উপরের লেয়ার থেকে ডেড সেলসের পরত তুলে ফেলে। অনেকদিন ধরে যারা স্কিন কেয়ার করেন না, ডেড স্কিন সেলসের স্তর জমে একদম রাফ হয়ে গেছে আর নরমাল স্ক্রাবিং এ পুরোপুরি পরিষ্কার হচ্ছে না, শুধুমাত্র তারা এক্সপার্টের মাধ্যমে মাইক্রোডার্মাব্রেশন করাতে পারেন। যারা নিয়মিত ত্বক ক্লিন করেন তাদের জন্য মাইক্রোডার্মাব্রেশনের কোনো প্রয়োজন নেই। বিভিন্ন ব্রাশ, স্পঞ্জ এগুলোও ফিজিক্যাল এক্সফোলিয়েটর।

     

     

     

     

    কেমিক্যাল নাকি ফিজিক্যাল এক্সফোলিয়েটর

     

     

     

     

    ২) কেমিক্যাল এক্সফোলিয়েটর (Chemical exfoliator)

     

    কেমিক্যাল এক্সফোলিয়েটরও সেইম কাজটাই করে; স্কিন থেকে মরা কোষ বের করে আনে কিন্তু স্লো প্রসেসে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments