More
    Homeখবরকোচের পদ ছাড়লেন কুয়াদ্রাত, ইস্টবেঙ্গলের কোচের দায়িত্ব সামলাবেন কে?

    কোচের পদ ছাড়লেন কুয়াদ্রাত, ইস্টবেঙ্গলের কোচের দায়িত্ব সামলাবেন কে?

    চাপে পড়েই কোচের পদ থেকে ইস্তফা দিলেন কার্লেস কুয়াদ্রাত। আইএসএলে পরপর তিনটি ম্যাচে হেরেছে ইস্টবেঙ্গল। শুক্রবার যুবভারতীতে এফসি গোয়ার কাছে হারের পরে মাঠেই শোনা গিয়েছে ‘কার্লেস কুয়াদ্রাত গো ব্যাক’ স্লোগান। এরপরেই ক্লাব কর্তাদের সঙ্গে কথা বলে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

     

    সোমবার একটি বিবৃতিতে কুয়াদ্রাতের দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছে ইস্টবেঙ্গল। তারা বলেছে, “ইস্টবেঙ্গলের কোচের পদ ছেড়েছেন কার্লেস কুয়াদ্রাত। অন্তর্বর্তী কোচের দায়িত্ব নেবেন বিনো জর্জ। নতুন কোচ ঘোষণা না হওয়া পর্যন্ত তিনিই কোচ থাকবেন।”

     

    কলকাতা লিগে ইস্টবেঙ্গলের যে দল খেলে সেই দলের কোচ হল জর্জ বিনো। একটিও ম্যাচ না হেরে লিগ জেতার পথে এগোচ্ছে তারা। সেই কারণে আপাতত বিনোর উপরেই ভরসা রেখেছে ক্লাব। বিবৃতিতে বলা হয়েছে, “লাল-হলুদ সমর্থকদে কাছে আমাদের অনুরোধ অন্তর্বর্তী কোচ বিনোকে সমর্থন করুন।” যদিও গত বছর কুয়াদ্রাতের কোচিংয়েই সুপার কাপ জিতেছিল ইস্টবেঙ্গল। এমনকি গত বার ডুরান্ড কাপে রানার্স হয় তারা। কুয়াদ্রাতের অধীনে ক্লাবের এই দুই সাফল্যের কথা মনে করিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল।

     

    ইস্টবেঙ্গলের দায়িত্ব নেওয়ার পরে গত মরসুমে সুপার কাপ ও ডুরান্ডে ভাল ফল করেছিল ঠিকই কিন্তু আইএসএলের প্লে-অফে দলকে তুলতে পারেননি কুয়াদ্রাত। সেই সময় দলে আরও কিছু ভাল ফুটবলারের দাবি করেছিলেন কুয়াদ্রাত। সেই দাবি মেনেই এই মরসুমের আগে দল গুছিয়ে নিয়েছিল ইস্টবেঙ্গল। গত বারের আইএসেলের সোনার বুটজয়ী দিমিত্রি দিয়ামানতাকোসকে এনেছে তারা। সই করানো হয়েছে মাদি তালালের মতো বিদেশিকে। মোহনবাগান থেকে হেক্টর ইয়ুস্তে ও আনোয়ার আলির মতো ডিফেন্ডারকে সই করিয়েছে তারা। তার পরেও এ বার খারাপ খেলছে ইস্টবেঙ্গল। ডুরান্ডে ব্যর্থ হয়েছে। আইএসএলে পর পর তিন ম্যাচে হারতে হয়েছে। তার পরেই চাকরি গেল কোচের। এখন দেখার বিনোর অধীনে ইস্টবেঙ্গল কেমন খেলে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments