কোচ বদলেছে, ড্রেসিংরুমের আবহও পাল্টেছে। তৈরি হয়েছে ফিলগুড পরিবেশ। অস্কার আসায় ড্রেসিংরুমে স্বাধীনতা এসেছে, এমনই মত লালহলুদ ফুটবলার নন্দকুমারের। একাধিক ম্যাচে ত্রাতা হয়ে ওঠা নন্দকুমার এবার আত্মবিশ্বাহী। তিনি বলেন, ‘সত্যি বলতে কোচিং স্টাফ বদলে যাওয়া ফুটবলারদের জন্য সহজ নয়। কোচও প্রথম প্রথম খুব বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। কারণ দল ভালো খেলছিল না। একদিন ট্রেনিং করিয়েই নেমে পড়তে হয়েছিল ম্যাচে। তবে ধীরে ধীরে সব বদল হয়েছে। ড্রেসিংরুমে স্বাধীনতা এসেছে। এএফসিতে জয় আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এবারে শুধু দরকার আইএসএল থেকে ৩ পয়েন্ট। এটা ডার্বিতে করতে পারলে এর থেকে ভালো কিছু হবে না।’ পাশাপাশি এএফসি কাপে গোল পেয়ে নিজের ছন্দে ফেরার আভাসও দেন নন্দ।