কোচ বদল হয়েছে ঠিকই, কিন্তু ভারতীয় ফুটবল সেই তিমিরেই। চলতি বছরে জয়ের কথা যেন ভুলেই গেছে ব্লু টাইগার্সরা। ঘরের মাঠে ফিফা ফ্রেন্ডলিতেও জয় অধরা। ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের থেকে নীচে থাকা মালয়েশিয়ার সঙ্গে ১-১ ড্র করল মার্কোয়েজের ছেলেরা। গাচ্চিবৌলি স্টেডিয়ামে শুরুতে গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুর ভুলে পিছিয়ে পড়ে ভারত। ১৯ মিনিটে মালয়েশিয়াকে এগিয়ে দেন পাওলো জোসুয়ে। বল ধরার জন্য গুরপ্রীত অকারণ অনেকটা এগিয়ে এসেছিলেন। বল মাটিতে পড়ে লাফানোর পর তিনি ধরতে পারেননি। কার্যত ফাঁকা গোলেই বলটা জড়িয়ে এগিয়ে যায় মালয়েশিয়া। ৩৮ মিনিটে হেডে সমতা ফেরান রাহুল ভেকে। ব্রেন্ডনের কর্নার কিক থেকে ভাসানো বল বক্সের মধ্যেই এসেছিল। রাহুলের নিখুঁত হেড এই ম্যাচের স্কোর ১-১ করে। তারপর অবশ্য জয়ের গোল আর করতে পারেনি ভারত।