জি বাংলার “কোন গোপনে মন ভেসেছে” সিরিয়ালে যোগ দিলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। এতদিন এই সিরিয়ালে অনিকেতের প্রাক্তন প্রেমিকা অহনার চরিত্রে অভিনয় করছিলেন অভিনেত্রী রোশনি তন্বী ভট্টাচার্য। তবে এবার থেকে নতুন অহনা হিসেবে দেখা যাবে মানসীকে। এর আগে অভিনেত্রীকে দেখা গেছে নিম ফুলের মধু, কি করে বলব তোমায়, উমা এর মত বহ জনপ্রিয় সিরিয়ালে