More
    Homeপশ্চিমবঙ্গকোভিড আবহে নববর্ষে বন্ধ থাকছে দক্ষিণেশ্বর মন্দিরের দরজা

    কোভিড আবহে নববর্ষে বন্ধ থাকছে দক্ষিণেশ্বর মন্দিরের দরজা

    পয়লা জানুয়ারি মানেই রামকৃষ্ণভক্তদের কাছে দক্ষিণেশ্বর মন্দির অথবা কাশীপুর উদ্য়ানবাটী যাওয়ার তিথি। কিন্তু করোনার কথা মাথায় রেখে এবার ভক্তদের জন্য বন্ধ থাকছে দক্ষিণেশ্বর মন্দিরের দরজা।

    ১৮৮৬ সালের পয়লা জানুয়ারি রামকৃষ্ণের এক বিশেষ ভাবসমাধি হয়। তিনি সকলকে অভদান করে বলেন, তোমাদের চৈতনা হোক। এই দিনটিই কল্পতরু উত্‍সব হিসেবে পালিত হয়।

    প্রতিবছর কল্পতরু উত্‍সবে কয়েক লক্ষ দর্শনার্থী আসেন দক্ষিণেশ্বর প্রাঙ্গনে। লাইন পরে কাকভোর থেকে। অন্যান্য বছর বালিব্রিজ ছাড়িয়ে যায় ভক্তদের লাইন। কিন্তু এ বছর এই ঝুঁকি নিতে চাইছে না মন্দির কর্তৃপক্ষ।পঞ্চবটী কেন্দ্রে যে মেলাটি বসে কল্পতরু উত্‍সবকে কেন্দ্র করে বন্ধ থাকছে তাও। যদিও ভবতারিণী মন্দির ও রাকৃষ্ণ কক্ষে বিশেষ পূজা হবে প্রথা মেনে তবে ভক্তদের জন্য সিংহদুয়ার খুলছে না।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments