More
    Homeজাতীয়কোভিড বিধি মেনেই ১৯ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত লোকসভার অধিবেশন চলবে,...

    কোভিড বিধি মেনেই ১৯ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত লোকসভার অধিবেশন চলবে, জানালেন ওম বিড়লা

    কোভিড বিধি মেনেই সংসদের অধিবেশন পুরো সময়ের জন্য করার পথে হাঁটল কেন্দ্রীয় সরকার। আগামী সপ্তাহ থেকেই সংসদের অধিবেশন শুরু হওয়ার কথা। সমস্ত স্বাস্থ্য বিধি মেনে যাতে অধিবেশনের কাজ সুষ্ঠুভাবে করা যায়, সেজন্য তৎপর হয়েছে সরকার। তবে এবারের অধিবেশনে সেন্ট্রাল হলে প্রাক্তন সাংসদদের প্রবেশের ওপর যেমন নিষেধাজ্ঞা জারি থাকছে, তেমনি সংসদভবনে অতিথিদের আমন্ত্রণের ওপরও নিষেধাজ্ঞা জারি থাকছে।

    লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জানিয়েছেন, ১৯ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত লোকসভার অধিবেশন চলবে। ৫৪০ জন লোকসভার সাংসদদের মধ্যে ৫৮ শতাংশের অর্থাৎ ৩১১ জনের করোনার দুটি ডোজই নেওয়া হয়ে গিয়েছে। বাকি যারা আছেন, তাঁদের মধ্যে বেশিরভাগ জনেরই ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়া হয়ে গিয়েছে। যাদের এখনও একটি ডোজও টিকা নেওয়া হয়নি, তাঁরা চলতি সপ্তাহের মধ্যে করোনায় আক্রান্ত হওয়ায় তাঁদের আরটি–পিসিআর টেস্ট বাকি আছে। এদিন লোকসভার অধ্যক্ষ জানিয়েছেন, এবারে সাংসদরা হাউসে তাঁদের নিজের নিজের আসনে বসতে পারবেন। কিছু সাংসদের অবশ্য গ্যালারিতে বসার বন্দোবস্ত করা হয়েছে। তিনি জানান, সাংসদদের সুরক্ষার কথা মাথায় রেখে উপযুক্ত ব্যবস্থা করা হয়েছে। যে সব সাংসদদের ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে, তাঁদের আর এবারে আরটি–পিসিআর পরীক্ষার প্রয়োজন নেই। একইসঙ্গে তিনি জানান, যতদিন এই অধিবেশন চলবে, ততদিন অ্যাম্বুলেন্স পরিষেবা, স্বাস্থ্য কেন্দ্র ও করোনা পরীক্ষা কেন্দ্র চালু থাকবে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments