Sunday, September 24, 2023
Homeজাতীয়কোভিড সংক্রমণ রুখতে কনটেনমেন্ট জোনে আগামী ৩১ মার্চ পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াল...

কোভিড সংক্রমণ রুখতে কনটেনমেন্ট জোনে আগামী ৩১ মার্চ পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াল তামিলনাড়ু সরকার

আগামী ৩১ মার্চ পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াল তামিলনাড়ু সরকার। সেইসঙ্গে সকলকে কোভিড বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই মহারাষ্ট্র, দিল্লি, মধ্যপ্রদেশ, পঞ্জাবে সংক্রমণ বেড়ে চলেছে। রবিবার তামিলনাড়ুতে লকডাউন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু আগাম সতর্কতা নিতেই ৩১ মার্চ পর্যন্ত তামিলনাড়ুতে লকডাউনের মেয়াদ বাড়াল রাজ্য সরকার। প্রসঙ্গত, রবিবার সেখানে ২,১৪১ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে চেন্নাইতে রয়েছে ১,৩৭৩ জন। জানা গিয়েছে, ১ মার্চ থেকে আগামী ১২ দিন দুপুর ২ টা পর্য্ন্ত দোকানপাট খোলা থাকবে। তবে ওষুধপত্র সহ প্রয়োজনীয় জিনিসের সরবরাহ চালু থাকবে। কয়েকজন সরকারি কর্মচারি নিয়ে খোলা থাকবে সরকারি এবং বেসরকারি অফিস। বাকিদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হবে। পাশাপাশি সময়সূচী অনুযায়ী বিমান এবং দূরপাল্লার ট্রেন অব্যাহত থাকবে। ইতিমধ্যে সরকারি বাস পরিবহণ বন্ধ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments