More
    Homeঅনান্যকোমল এবং উজ্জ্বল ত্বক পেতে দারুণ ৫টি নাইট ক্রিম!

    কোমল এবং উজ্জ্বল ত্বক পেতে দারুণ ৫টি নাইট ক্রিম!

    Brightening Sleeping Mask

    ইউজা হচ্ছে এক ধরনের সিটরাস বা অম্ল জাতীয় ফল, যা কোরিয়াতে বিশেষ ভাবে প্রচলিত। আর এই ইউজা নির্যাস থেকে তৈরি হয়েছে এই যা নাইট ক্রিম হিসেবে খুবই জনপ্রিয়। আর ফেইস ক্রিমটির নাম শুনেই বুঝা যাচ্ছে, ত্বক উজ্জ্বল করতে এটি বিশেষ ভাবে কার্যকরী।

    কী কী উপাদান আছে এতে?

    এই ব্রাইটেনিং স্লিপিং মাস্কে আছে প্রাকৃতিক গুণাগুণ সমৃদ্ধ বিভিন্ন  উপাদানের নির্যাস এবং অ্যাকটিভ ইনগ্রিডিয়েন্টস।  এদের  মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ইনগ্রিডিয়েন্টস হলো-

    • ইয়ুজা এক্সট্র্যাক্ট (৭০%)
    • নিয়াসিনামাইড
    • জোজোবা সিড অয়েল
    • আরবুটিন
    • বায়োটিন
    • পিপারমেন্ট লিফ অয়েল
    • ১২ প্রকার মাল্টি ভিটামিন

    ক্রিমটির কার্যকারিতা

    • ক্রিমটিতে থাকা ইউজা এক্সট্র্যাক্ট ত্বককে করে উজ্জ্বল এবং এর অ্যান্টি-রিংকেল প্রোপার্টিজ ত্বকের ফাইনলাইনস এবং রিংকেল দূর করতে কার্যকরী।
    •  নিয়াসিনামাইড ত্বকের  কমাতে এবং পোরস ছোট করতে কার্যকরী। এই ক্রিমে থাকা নিয়াসিনামাইড ত্বকের ডার্ক স্পট কমিয়ে ত্বকের আনইভেন টোন দূর করে।
    • জোজোবা সিড অয়েল ত্বকের স্কার বা কালো দাগ দূর করে এবং ত্বককে করে উজ্জ্বল।
    • আরবুটিনে আছে সান প্রোটেকশন প্রোপার্টিজ, যা সূর্যের আলোর সংস্পর্শ থেকে ত্বককে সুরক্ষা দেয় এবং ত্বককে উজ্জ্বল করে।
    • এই ফেইস ক্রিমে থাকা পিপারমিন্ট অয়েলে অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোপার্টিজ আছে, যা ত্বকে পিম্পল কিংবা  হওয়া থেকে বিরত রাখে।
    •  এতে থাকা বায়োটিন ত্বককে হেলদি রাখতে সাহয্য করে।

    ত্বক উজ্জ্বল করার পাশাপাশি ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে আপনার নাইট টাইম স্কিন কেয়ারে রাখতে পারেন এই প্রোডাক্টটি।

    2. Mamaearth Overnight Repair Face Cream

    স্কিন রিপেয়ারিং এর জন্য রাতের ফেইস ক্রিম হিসেবে মামাআর্থ ওভারনাইট রিপেয়ার ফেইস ক্রিমটি খুবই ভালো একটি অপশন।

    কী কী উপাদান আছে এতে?

    সিলিকন এবং প্যারাবেন ফ্রি এই ফেইস ক্রিমটিতে আছে আমাদের ত্বকের জন্য উপকারী দারুণ সব ইনগ্রিডিয়েন্টস। যেমন-

    • শিয়া বাটার
    • অ্যালমন্ড অয়েল
    • ডেইজি ফ্লাওয়ার এক্সট্র্যাক্ট
    • স্যাফরন এক্সট্র্যাক্ট
    • গ্লিসারিন
    • অ্যাকুয়া
    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments