কোর কমিটির বৈঠকে অনুপস্থিত অনুব্রত মণ্ডল ও সুদীপ্ত ঘোষ
বীরভূম জেলায় বোলপুরে দীর্ঘ তিন মাস পড় হচ্ছে তৃনমূলের কোর কমিটির বৈঠক। এই বৈঠকে উপস্থিত রয়েছেন কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী,কোর কমিটির অন্যতম সদস্য তথা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, বিধানসভার ডেপুটি স্পিকার আশীষ বন্দোপাধ্যায়,রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা। তবে এই বৈঠকে এখনো পর্যন্ত অনুপস্থিত রয়েছেন কোর কমিটির চেয়াপারসন অনুব্রত মণ্ডল ও অনুপস্থিত রয়েছেন সুদীপ্ত ঘোষ। তবে সূত্র মারফত খবর, অনুব্রত মণ্ডল বীরভূমে ডেউচা পাঁচামিতে একটি বৈঠকে যোগদান করবেন।