সরকারকে নিষিদ্ধ ঘোষণা করতে বলুন কোল্ড ড্রিঙ্কস। আমার লাভের অংশ নষ্ট করবেন না…’ কোল্ড ড্রিঙ্কের বিজ্ঞাপনে অভিনয় বন্ধ করার দাবির পরিপ্রেক্ষিতে কড়া জবাব শাহরুখ খানের। এর আগে গুটকার বিজ্ঞাপনে অভিনয় নিয়ে অক্ষয় কুমার, অজয় দেবগণকে ঘিরেও ধেয়ে এসেছিল সমালোচনা। শাহরুখের ক্ষেত্রেও কোনও ব্যতিক্রম হল না। কোল্ড ড্রিঙ্কের বিজ্ঞাপনে অভিনয় করায় শাহরুখকে নিয়েও সমালোচনা শুরু। কেন এমন অস্বাস্থ্যকর পানীয়ের প্রচার করছেন বাদশা? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কটাক্ষেরই কড়া জবাব দিলেন বলিউড কিং। তিনি বলেন, “আমি কর্তৃপক্ষের কাছেও একই অনুরোধ রাখব। যদি এটা শিশুদের শরীরের পক্ষে ক্ষতিকর হয়, তা হলে দেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হোক এটিকে। সরকার এগুলো নিষিদ্ধ করুক। সবাই জানে সিগারেট খাওয়া ক্ষতিকর, সেটাও নিষিদ্ধ হোক। ভারতে এইগুলো তৈরি হওয়াই বন্ধ হয়ে যাক। তাহলেই তো সব সমস্যার সমাধান!” এখানেই শেষ নয়, শাহরুখ আরও বলেন, “দেখুন, খুবই সহজভাবে বলি, আপনি কোনও জিনিস বন্ধ করতে চাইছেন শুধুমাত্র সেটা ক্ষতিকর, তার জন্যেই নয়, বরং এটা সরকারের লাভও। আমার লাভের অংশ ক্ষতি করবেন না। আমি একজন সাধারণ অভিনেতা। এটা আমার কাজ। যদি মনে হয় কোনও বস্তু ক্ষতিকর, তা হলে সেটা বন্ধ করার ব্যবস্থা করুন।”