ক্যানসারের সঙ্গে থেমে গেল লড়াই, প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক রাজা মিত্র। বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ভোর ৩টের সময় শেষ নিশ্বাস ত্যাগ করেন পরিচালক। সমাজমাধ্যমে খবর প্রকাশ্যে আনেন ছেলে রৌদ্র মিত্র। তিনি লেখেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার বাবা রাজা মিত্র দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে আজ প্রয়াত হয়েছেন রাত ৩টের সময়।’ সম্প্রতি বাবার অসুস্থতার কথা নিজেই জানিয়েছিলেন ছেলে। জানিয়েছিলেন পরিচালকের ক্যানসার ধরা পড়েছে একেবারে শেষ স্টেজে। বাবার দ্রুত আরোগ্য কামনার জন্য অনুরোধও করেছিলেন তিনি। তবুও শেষরক্ষা হল না। পরিচালকের মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদনমহল।