More
    Homeবিনোদনক্যানসার আক্রান্ত হওয়ার ভান করছেন হিনা খান’, বিস্ফোরক দাবি রোজলিন খানের

    ক্যানসার আক্রান্ত হওয়ার ভান করছেন হিনা খান’, বিস্ফোরক দাবি রোজলিন খানের

    ক্যানসার আক্রান্ত হওয়ার ভান করছেন হিনা খান’, বিস্ফোরক দাবি রোজলিন খানের। আর তারপর থেকেই প্রাণনাশের হুমকি হিনার পরিবার ও বন্ধুদের তরফ থেকে! প্রসঙ্গত, তিনি নিজেও ক্যানসার যোদ্ধা। অভিনেত্রীর দাবি, কেমো নেওয়ার পরে ঘুরে বেড়ানো যায় না, ঠিক যেমন হিনা খান করছেন। ‘প্রচারের আলো’য় থাকতেই নাকি এমন ছলনা তাঁর। কিছুদিন আগে ঠিক এমনই মন্তব্য করেছিলেন রোজলিন খান। এ বার তারই মাশুল গুনছেন তিনি।

    সম্প্রতি একটি সাক্ষাৎকারে রোজলিন খান বলেন, “আমার কাছে অসংখ্য হুমকি ফোন আসছে, যা আমাকে বিপর্যস্ত করে তুলেছে। ফোন করে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। বলা হয়েছে, আমি চুপ না করলে আমার পরিণতি খুব খারাপ হবে। এছাড়াও বহু নোংরা মন্তব্য করা হচ্ছে আমাকে কেন্দ্র করে। ধর্ষণের হুমকি পর্যন্তও দেওয়া হচ্ছে। এমন হুমকিও দেওয়া হচ্ছে, আমার উপর অ্যাসিড ছোড়া হবে। এমন যত ধরনের হুমকি হয়, আমি এই কয়েক দিনে পেয়ে গিয়েছি। আমার আর ভাল লাগছে না।” উল্লেখ্য, অভিনেত্রী তাঁর বক্তব্যকে সরাসরি কারও নাম না নিলেও অনুরাগীদের অনুমান তিনি পরোক্ষভাবে হিনার ঘনিষ্ঠমহলের দিকেই আঙুল তুলেছেন।”

    ঠিক কী বলেছিলেন রোজলিন খান? একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “হিনা খানের বিষয় তাঁর চিকিৎসকরা নীরব রয়েছেন। যা মোটেই ভাল ঠেকছে না। একজন চিকিৎসক হিসেবে সমাজের প্রতি তাঁর কর্তব্য রয়েছে যাতে ক্যানসার আক্রান্ত রোগীদের কাছে ভুল তথ্য না পৌঁছায়। হতে পারে হিনা খান কোনও কিছু লুকিয়ে রাখার চেষ্টা করছেন। ঘুষ দিয়ে আড়াল করছেন তাঁর অসুস্থতার বিষয়গুলোকে। আমার মতো একজন ক্যানসার যোদ্ধাদের কাছে এই বিষয়টা খুবই দুঃখজনক।”

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments