More
    Homeঅনান্যক্য্যাটরিনা কইফ এখন অতীত, রশ্মিকা মন্দানার খেয়াল রাখতে ব্যস্ত অভিনেতা ভিকি কৌশল!

    ক্য্যাটরিনা কইফ এখন অতীত, রশ্মিকা মন্দানার খেয়াল রাখতে ব্যস্ত অভিনেতা ভিকি কৌশল!

    ক্য্যাটরিনা কইফ এখন অতীত, রশ্মিকা মন্দানার খেয়াল রাখতে ব্যস্ত অভিনেতা ভিকি কৌশল! ‘সিকন্দর’-এর শুটে পায়ের চোট পেয়েছিলেন দক্ষিণী তারকা। সেই যন্ত্রণা এখনও ভোগাচ্ছে রশ্মিকাকে। একেবারেই পা ফেলতে পারছেন না মাটিতে। অগত্যা হুইল চেয়ারই ভরসা তাঁর। তবে এর মধ্যেই হাজির হতে হচ্ছে নতুন ছবি ‘ছাবা’র বিভিন্ন অনুষ্ঠানে।

     

    তবে একেবারেই অসুবিধা হচ্ছে না অভিনেত্রীর। কারণ, প্রতি মুহূর্তে রশ্মিকার দেখভালের দায়িত্ব নিয়েছেন ভিকি। যাতে ছবির কোনও অনুষ্ঠানে কোনওরকম সমস্যার মুখোমুখি না হতে হয় অভিনেতার ‘রিল লাইফ’-এর বউকে।

     

    সম্প্রতি ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের পর চলতি মাসেই হায়দরাবাদে ৩১ জানুয়ারি ছিল ‘ছাবা’র নতুন গান ‘জানে তু’-র প্রকাশ অনুষ্ঠান। সেখানেই পর্দার স্বামীর সঙ্গে লাজুক ফ্রেমে ধরা দিয়েছেন অভিনেত্রী। এদিন হুইল চেয়ারে বসেই অনুষ্ঠানে এসেছিলেন রশ্মিকা। তবে তাঁর যত্ন নিতে ব্যস্ত তাঁর ‘রিল লাইফ’-এর স্বামী। সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল এই ভিডিয়ো, সেখানেই দেখা যাচ্ছে রশ্মিকার হুইল চেয়ার ঠেলে নিয়ে যাচ্ছেন ভিকি। এদিকে অভিনেত্রীর পরনে উজ্জ্বল বর্ণের সালোয়ার এবং ভিকির পরনে ছিল বেগুনি রঙের কুর্তা। সেই সঙ্গে দু’জনের মুখেই হাসি, রীতিমতো লজ্জায় লাল রশ্মিকা। শুধু তাই নয় মঞ্চে ছবি তোলার সময় রশ্মিকার হুইল চেয়ায়রের পাশেই হাঁটু মুড়ে পোজও দিয়েছেন ভিকি। ভিকির এই রূপ দেখে তাঁর প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা।

     

    অন্যদিকে ‘ছাবা’ ছবির প্রকাশিত এই নতুন গানটি গেয়েছেন অরিজিৎ সিং। তাই গানের সুর যে শ্রোতাদের মনকে গভীরভাবে স্পর্শ করবে, তা আর বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি বলা যেতে পারে, লক্ষ্মণ উতেকর পরিচালিত এই ছবি ঘিরে রয়েছে একাধিক বিতর্ক। আর এই ছবি প্রেক্ষাগৃহে আসতে চলেছে চলতি বছর ২০২৫-এর ১৪ ফেব্রুয়ারি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments