ক্রিকেটের ব্যাকরণ অনুযায়ী দেখতে গেলে স্টিভ স্মিথের ব্যাটিং স্টাইলটা বিদঘুটে। কিন্তু ওটাই ছিল চোখের সৌন্দর্য। সেই সৌন্দর্য ২২ গজে আর দেখা যাবে না ভারতের কাছে হারের পর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালের হারের পর ওয়ান ডে ক্রিকেটকে গুডবাই জানিয়ে দিলেন স্টিভ স্মিথ। ৩৫ বছর বয়সে ১৭০ ওয়ানডে ম্যাচে ৫৮০০ রান আর ২৮ উইকেট নিয়ে শেষ হল একদিনের ক্রিকেটে স্টিভ স্মিথ অধ্যায়। কেরিয়ারের শেষ ওয়ানডে ম্যাচেও পেয়েছেন হাফসেঞ্চুরি, খেলেছেন ৭৩ রানের ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে ওডিআইতে রান সংগ্রাহকদের তালিকায় তিনি ১২ নম্বরে তিনি। ওডিআই ছাড়লেও, খেলবেন টেস্ট। আপাতত আইসিসি টুর্নামেন্ট আর নেই। পরের ওয়ানডে বিশ্বকাপ আরও দুই বছর পর। সেই বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া দলে তরুণ প্রজন্মকে প্রস্তুত করতেই নিজেকে সরিয়ে নিয়েছেন স্মিথ।