ক্ষতে প্রলেপ তাহলে কোনও কাজেই এল না! সঞ্জীব গোয়েঙ্কার ড্যামেজ কন্ট্রোলেও অপমানের জ্বালা ভুলতে পারলেন না কেএল রাহুল। লখনউ সুপার জায়ান্টস ছাড়ছেন তিনি। লখনউ ম্যানেজমেন্ট অবশ্য তাঁকে রিটেনে রাখতে চেয়েছিল। রাহুলই রাজি হননি। জানা গেছে, লখনউ সুপার জায়ান্টস নতুন মুরসুমের জন্য নিকোলাস পুরানের হাতে দায়িত্ব তুলে দিয়েছে। গত তিন মরসুম লখনউকে নেতৃত্ব দিয়েছেন কেএল রাহুল। শেষ মরসুমে খারাপ পারফরম্যান্সের জন্য মাঠেই সঞ্জীব গোয়েঙ্কা মেজাজ দেখিয়ে সবার সামনে রাহুলকে ভর্ৎসনা করেন। তা নিয়ে জলঘোলা কম হয়নি। পরে অবশ্য বাড়িতে আমন্ত্রণও জানান সঞ্জীব গোয়েঙ্কা। তাতে যে বরফ গলেনি, তা স্পষ্ট হয়ে গেল রাহুল আর থাকতে না চাওয়ায়। আরসিবি, সিএসকে, রাজস্থান, গুজরাট চার ফ্র্যাঞ্চাইজিই চাইছে কেএল রাহুলকে। কোন দলে শেষপর্যন্ত খেলবেন, তাই এখন দেখার।