Monday, March 27, 2023
Homeকলকাতাকয়লাকাণ্ডে কলকাতার ব্যবসায়ীকে জরুরী তলব সিবিআইয়ের, জিজ্ঞাসাবাদ করা হবে নিজামপ্যালেসে

কয়লাকাণ্ডে কলকাতার ব্যবসায়ীকে জরুরী তলব সিবিআইয়ের, জিজ্ঞাসাবাদ করা হবে নিজামপ্যালেসে

কয়লা কাণ্ডে কলকাতার ব্যবসায়ীকে জরুরী তলব সিবিআইয়ের। শুক্রবার দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর ব্যবসায়ী রণধীর বার্নওয়ালের বাড়িতে ও অফিসে দিনভর তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর শনিবার তাকে নিজাম প্য়ালেশে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন নিজাম প্যালেসে আরও একদফা জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর।শুক্রবার সাতসকালে কয়লাপাচার কাণ্ডে অভিষেকের পর শহরের এক ব্যবসায়ীর বাড়িতে যায় সিবিআই-এর তদন্তকারী অফিসারেরা। দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর ব্যবসায়ী রণধীর বার্নওয়ালের বাড়িতে ও অফিসেও তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রণধীরের বিরুদ্ধে বিপুল টাকা বাজারে খাটানোর অভিযোগ রয়েছে।সিবিআই সূত্রের খবর প্রভাবশালীদের টাকা রাখতেন তিনি।সিবিআই সূত্রের খবর প্রভাবশালীদের টাকা দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর ব্যবসায়ী রণধীর বার্নওয়ালের কাছে আসত। তারপর তা পৌছত প্রভাবশালীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এদিন রণধীরের বাড়ির পাশপাশি তাঁর ডালহৌসির অফিসেও হানা দেয় সিবিআই। রণধীরের অফিস থেকে গুরুত্বপূর্ণ নথি আয়ত্তে আনতে তত্‍পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তল্লশি চলে ল্যাপটপ, ডেক্সটপে।কয়লা পাচারকাণ্ডে অনুপ মাজি ওরফে লালার সঙ্গে রণধীরের কোনও যোগাযোগ ছিল কিনা তা জানতেও জিজ্ঞাসাবাদ চালাবে সিবিআই। উঠে আসতে পারে আরও হেভিওয়েট কারও নামও বলে অনুমান তদন্তকারী সংস্থার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments