More
    Homeকলকাতাকয়লাপাচার কাণ্ডের তদন্তে এবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিশ পাঠাল CBI,...

    কয়লাপাচার কাণ্ডের তদন্তে এবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিশ পাঠাল CBI, আজই হাজিরার নির্দেশ

    কয়লাপাচার কাণ্ডের তদন্তে এবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠাল সিবিআই। রবিবার কলকাতায় অভিষেকের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ক নোটিশ দেন সিবিআইয়ের আধিকারিকরা। আজকেই তাঁদের নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে।

    কয়লাপাচার কাণ্ডে আগেই অভিষেক ঘনিষ্ঠ তৃণমূল নেতা বিনয় মিশ্রকে ফেরার ঘোষণা করেছে আদালত। এবার সিবিআইয়ের নজর পড়ল অভিষেকের ওপর। এদিন দুপুরে দক্ষিণ কলকাতায় অভিষেকের বাসভবন শান্তিনিকেতন রেসিডেন্সিতে গিয়ে তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেন সিবিআই আধিকারিকরা। মিনিট ১০ তাঁরা অভিষেকের বাড়িতে ছিলেন। সিবিআইয়ের তরফে জানা গিয়েছে, সেই সময় বাড়িতে ছিলেন না রুজিরা। ফলে কখন তিনি বাড়িতে থাকবেন তা সিবিআই আধিকারিকদের জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। সেদিনই অভিষেকের বাসভবনে গিয়ে রুজিরাকে জেরা করবেন আধিকারিকরা। ১৬০ ধারায় সাক্ষী হিসাবে তাঁকে নোটিশ দেওয়া হয়েছে।

    কয়লাপাচারকাণ্ডে অভিষেক ঘনিষ্ঠ বিনয় মিশ্রের বাসভবন-সহ একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়েছে সিবিআই। তবে তাঁর হদিশ পাননি গোয়েন্দারা। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ভারত ছাড়াও আরও ২টি দেশের পাসপোর্ট রয়েছে বিনয়ের কাছে। কয়লাপাচারে প্রভাবশালী যোগ খুঁজতে তাই এবার সরাসরি অভিষেকের ঘরে ঢুকল সিবিআই।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments