More
    Homeরাজ্যকয়লা-কাণ্ডে নয়া মোড়! রাজ্যের ৭ পুলিশ কর্তাকে তলব ইডির

    কয়লা-কাণ্ডে নয়া মোড়! রাজ্যের ৭ পুলিশ কর্তাকে তলব ইডির

    কয়লা-কাণ্ডে নয়া মোড়! তদন্তে গতি বাড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। । ইডি সূত্রে খবর জ্ঞানবন্ত সিং-সহ রাজ্যের সাত আইপিএস অফিসারকে তলব করা হয়েছে। কোন কোন আইপিএস? কবে তাঁদের ডেকেছে ইডি? আইপিএস কোটেশ্বর রাওকে জিজ্ঞাসাবাদ করা হবে ২৬ জুলাই, সিলভা মুরুগান ইডির মুখোমুখি হবেন ২৮ জুলাই, শ্যাম সিংকে ডাকা হয়েছে ৩০ জুলাই, রাজীব মিশ্রকে ২ অগস্ট, সুকেশ জৈনকে ৪ অগস্ট, জ্ঞানবন্ত সিং-কে ৫ অগস্ট ও তথাগত বসুকে ৬ অগস্ট তলব করা হয়েছে। ইডি সূত্রে বলা হয়েছে, এই সাত আইপিএস যদি সশরীরে ইডি দফতরে হাজিরা দিতে না পারেন তাহলে তাঁদের ভার্চুয়াল হাজিরা দিতে হবে। তবে একটি সূত্রের খবর, তাঁদের দিল্লির ইডি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগেও জ্ঞানবন্তকে ডেকেছিল সিবিআই। তিনি নিজাম প্যালেসে হাজিরাও দিয়েছিলেন। সেই সময় তিনি ছিলেন এডিজি আইনশৃঙ্খলা। এখন তিনি নিরাপত্তার দায়িত্বে। সংশ্লিষ্ট অফিসারদের প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি। প্রতিক্রিয়া পেলে তা আপডেট করা হবে। যে আইপিএস অফিসারদের ডাকা হয়েছে তাঁরা পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, হুগলি, নদিয়া, পুরুলিয়ার মতো জেলায় কর্মরত ছিলেন। জ্ঞানবন্তকে কেন ডাকা হল? অনেকের মতে, একটা সময় জ্ঞানবন্ত আইজি পশ্চিমাঞ্চল ছিলেন। কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত পুরুলিয়ার ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালা। নিতুড়িয়ার বাড়িকেই পাচার চক্রের এপিসেন্টার করেছিলেন তিনি। হতে পারে সেসব কারণেই আরও জিজ্ঞাসাবাদের জন্য জ্ঞানবন্তকে তলব করেছে ইডি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments