Wednesday, June 7, 2023
HomeUncategorizedখবর ঘোষণা হতে না হতেই দক্ষিণী পরিচালকের বাড়িতে মিললো ২০০০ টাকার নোটের...

খবর ঘোষণা হতে না হতেই দক্ষিণী পরিচালকের বাড়িতে মিললো ২০০০ টাকার নোটের পাহাড়ের সন্ধান! টুইটারে ভাইরাল ছবি

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ঘোষণা অনুযায়ী ২০০০ টাকার নোট প্রচলন থেকে প্রত্যাহার করা হবে, আজ্ঞে হ্যাঁ, আবারও বাতিল হবে নোট। ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে পরিবর্তন করতে হবে পুরোনো নোট। এ নিয়ে জনগণ উদ্বিগ্ন এবং ইতিমধ্যেই সারাদেশের ব্যাংকগুলোতে নোট পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে।

এসবের মধ্যেই আবার সন্ধান মিললো নোটের পাহাড়ের। টুইটারে ভাইরাল, এক দক্ষিণী পরিচালকের বাড়ির একটি ছবিতে দেখা যাচ্ছে ২০০০ আর ৫০০ টাকার নোটের স্তূপ। ছবি প্রকাশ্যে আসতেই সেটিকে ঘিরে নানা জল্পনা-কল্পনার সৃষ্ঠি হয়েছে।

নোটবন্দির খবর শোনা মাত্র লোকজনের মধ্যে শুরু হয়েছে সোনা কেনার হিড়িক। দক্ষিণী অভিনেতা বিষ্ণু মাঞ্চু মাঝেই মাঝেই তার কাজ কর্মে শোরগোল ফেলে দেন, তবে এবার কোনো অ্যাকশন দৃশ্য নয় বরং এক সিনেমা পরিচালকের বাড়ির একটি দৃশ্য শেয়ার করেই ঝড় তুললেন নেট দুনিয়ায়।

দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কালো টাকার ওড়ার বিষয়ে অনেক অভিযোগই রয়েছে। তবে এবার পরিস্থতি বেচাল দেখে মুখ খুললেন অভিনেতা। তার দ্বিতীয় টুইটে বিষ্ণু জানান, পরিচালক কিশোর আর তার বন্ধুত্ব অনেক দিনের, আগের টুইটটি নেহাতি কৌতুক ছলে লেখা, ওতে কোনো সত্যতা নেই। তবে কিছু সংবাদমাধ্যম না বুঝেই খবরটি বিকৃত করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments