More
    Homeবিনোদন'খাদান' - শুক্রবার একদিনে ১৬ হাজার টিকিট বিক্রি - নতুন রেকর্ড

    ‘খাদান’ – শুক্রবার একদিনে ১৬ হাজার টিকিট বিক্রি – নতুন রেকর্ড

    খাদান একের পর এক রেকর্ড গড়ে চলেছে। বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে খাদান। ইতিমধ্যেই ৭ কোটির গণ্ডি টপকে গিয়েছে দেবের ছবি। গত ২৪ ঘণ্টায় বিক্রি হয়েছে প্রায় ১৬ হাজার টিকিট। আর তারপরই এদিন খাদানের প্রশংসায় ভাসালেন প্রযোজক রানা সরকার। একই সঙ্গে বক্স অফিস ও সাফল্য নিয়ে দিলেন কোন বার্তা? এদিন রানা সরকার তাঁর ফেসবুকের পাতায় খাদান ছবিটি নিয়ে বার্তা দেন। প্রযোজক তাঁর পোস্টে লেখেন, ‘খাদান খেলা ঘুরিয়ে দিয়েছে। খাদান -এর বক্সঅফিস ২০ কোটি হলে খুব খুশি হবো। কিন্তু কম হলেও কোনও সমস্যা নেই। দেব ফিরেছে, কমার্শিয়াল ফিল্মকে ফিরিয়ে এনে সুপারহিট করেছে। তাই বক্সঅফিস কালেকশন বাড়িয়ে বলার কোনো দরকার নেই।’ আপদমস্তক মারামারির ছবি। সে অর্থে রোমান্স নেই বললেই চলে।

    বাঙলি এখন তথাকথিত হিন্দি ছবির মতো একশান ধৰ্মী ছবির দিকে ঝুঁকেছে। এদিন তিনি আরও লেখেন, ‘সঠিক তথ্য দিন, মার্কেট ক্যাপাসিটি বোঝা দরকার। সেটা বোঝা গেলে কমার্শিয়াল ফিল্ম অনেক বেশি বানানো হবে। ইনভেস্টমেন্ট বাড়বে। ইন্ডাস্ট্রি বড় হবে । কোন সিনেমার বক্সঅফিস ফিগার বাড়িয়ে বললে আসলে কারও লাভ হয় না। তাই কেউ বক্স অফিস কালেকশন মিথ্যে ফিগার দেবেন না, বাংলা সিনেমার স্বার্থে। সাফল্য যত আসবে তত আমাদের দায়িত্বশীল হতে হবে, তাহলেই ইন্ডাস্ট্রি ঘুরে দাড়াবে।’

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments