‘খামোশ’! ‘ব্লেম গেম বন্ধ করুন’, সইফকাণ্ডে রাজনৈতিক মহলকে চুপ করলেন শত্রুঘ্ন সিনহা। সইফ আলি খানের হামলাকারীর বাংলাদেশ যোগ নিয়ে এই মুহূর্তে উত্তপ্ত রাজনৈতিক শিবির। এ বার একে অপরকে এবার দোষারোপ বন্ধ করার কথা বললেন অভিনেতা তথা সাংসদ শত্রুঘ্ন সিনহা। নিজের টুইটারে প্রবীণ অভিনেতা লিখেছেন, ‘আমাদের খুব কাছের সইফ আলি খানের উপর এই হামলার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ সইফ সুস্থ হয়ে উঠছেন। আমার সর্বকালের প্রিয় ‘শো ম্যান’ চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুরের নাতি, করিনা কাপুর খান এবং ওঁর পরিবারের প্রতি আমার তরফ থেকে গভীর শ্রদ্ধা। তবে আমি অনুরোধ করব এই ঘটনাকে ঘিরে ব্লেম গেম বন্ধ করুন। পুলিশ খুব দক্ষতার সঙ্গে নিজেদের কাজ করছে।’ একই সঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসকেও তাঁর তৎপরতার জন্য ধন্যবাদ জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা।