‘খুবই কঠিন কাজ…যে একবারও না করেছে…’, ট্রেলার মুক্তি পেতেই ‘পুষ্পা ২’-এ কাজের অভিজ্ঞতা নিয়ে লিখলেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে অনেকেই জানেন যে ‘পুষ্পা ২’ ছবির বাংলা অনুবাদে রয়েছে শ্রীজাত ম্যাজিক। এর আগেও প্রশংসা কুড়িয়েছে ছবির গান। তবে কেবল গান লিখেই যে শ্রীজাত ছুটি পাননি, সেই কথাও সমাজমাধ্যমে খোলসা করলেন তিনি। বরং কাঁধে ছিল ছবির সংলাপ লেখার দায়িত্বও। কেমন ছিল সেই কাজের অভিজ্ঞতা? শ্রীজাত লিখলেন, ‘কেবল সবক’টা গান লিখেই ছুটি হয়নি আমার, উল্টে গোটা ছবির সংলাপ লেখার গুরুভারও এসে চেপেছিল কাঁধে। খুবই কঠিন কাজ। যে একবার না-করেছে, তার পক্ষে কল্পনা করাও সম্ভব নয়। সম্পূর্ণ অন্য ভাষার ভাব ও প্রকাশভঙ্গিকে সময়সীমা মাথায় রেখে নিজের ভাষায় অকৃত্রিম ভাবে সাজানোর কাজ যথেষ্ট ঝামেলার। এ নিয়ে পরে একখানা লম্বা রচনাও লেখা যেতে পারে। দিন-রাত এক করে কাজ শেষ করেছি আমরা।’ তবে এই কাজে সাহায্যের জন্য টিমের অন্যান্য সদস্যদের কাছেও কৃতজ্ঞতা জানাতে ভোলেননি তিনি। তিনি জানান সব মিলিয়ে খুবই অন্যরকম একখানা অভিজ্ঞতা লাভ করেছেন তিনি।