খেলাতেই যে শুধু মন জিতে নেন বিরাট, এমন নয়। বিরাট তাঁর কাজেও কখনও কখনও মানুষের কাছের হয়ে ওঠেন। তারই প্রমাণ রাখলেন সুন্দরবনের পাশে দাঁড়িয়ে। সুন্দরবনের পরিবেশ রক্ষা ও দুঃস্থ শিশুদের পড়াশোনার সাহায্যে এগিয়ে এসেছেন তিনি। নিজের সই করা ক্যাপ ও টি শার্ট নিলামের একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দিয়েছেন তারকা এই ক্রিকেটার। নিলামের টাকাই স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে পৌঁছে যাবে সুন্দরবনের কচিকাঁচাদের মধ্যে। বিশ্বকাপে ভারত আফগানিস্তানের ম্যাচে যে টি শার্ট তিনি পরেছিলেন তা তিনি সেবামূলক কাজের জন্য তুলে দেন নিলামে।