খেলা না ছেলেখেলা! টাকার জন্য যন্ত্রের মতোই যেন ছুটছেন ক্রিকেটাররা। জ্বলন্ত প্রমাণ আন্দ্রে রাসেল। ১৫ ঘণ্টার ব্যবধানে দু’দেশেতে খেলতে নামলেন দু’দুটি টুর্নামেন্টের হয়ে। আর দুই টুর্নামেন্ট থেকেই ছিটকে গেল ক্যারিবিয়ান তারকার দল। ২ ফেব্রুয়ারি, রবিবার রাতে আবুধাবির আইএলটি২০–তে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলেন রাসেল। ৩ ফেব্রুয়ারি, সোমবার সকালের বিমানে বাংলাদেশে আসেন। দুপুরেই মিরপুরের মাঠে নেমে পড়েন রংপুর রাইডার্সের জার্সি পরে। তাতে তার একূলও গেছে, ওকূলও গেছে। আবুধাবি নাইট রাইডার্সের হয়ে ১ বলে শূন্য রানে আউট হন তিনি। ম্যাচ জিতে যায় দুবাই ক্যাপিটালস। অন্যদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এলিমিনেটর পর্বের ম্যাচে রংপুর রাইডার্সের হয়ে তিনি করেন ৯ বলে ৪ রান। সেই ম্যাচেও খুলনা টাইগার্সের কাছে হারে রংপুর। আগামী আইপিএলেও কেকেআরের অন্যতম ভরসা এই অলরাউন্ডার।