খোলা আকাশের নীচে স্ত্রীকে আদুরে চুম্বন! আদুরে ফ্রেমে ধরা দিলেন বরুণ ধাওয়ান এবং নাতাশা দালাল। চতুর্থতম বিবাহবার্ষিকী পালন করতে কোন ডেস্টিনেশন বেছে নিলেন তারকা দম্পতি? সম্প্রতি বরুণ তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন, সেখানে একত্রে বেশ কিছু মিষ্টি মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করেছেন অভিনেতা। প্রথম ছবিতে একটি ক্রুজের ভিতর তাদের পোষ্যের সঙ্গে ধরা দিয়েছেন তারকা দম্পতি। দ্বিতীয় ছবিতে খোলা আকাশের নিচে সমুদ্র সৈকতে বরুণের সঙ্গে স্নানপোশাকে নাতাশা এবং তৃতীয় ছবিতে প্রকৃতির কোলে চুম্বনে লিপ্ত তাঁরা সঙ্গে ছবির ক্যাপশনে পঞ্চম বিবাহ বার্ষিকীতে আগাম প্রতিশ্রুতি হিসেবে স্ত্রীকে বার্তা দিয়ে লিখেছেন, ‘যাই হয়ে যাক, আগামী বছর বিবাহবার্ষিকীতে তোমাকে ছুটি কাটাতে নিয়ে যাবই’।