সমাজমাধ্যমে জনপ্রিয়তা বহুল, অনুসরণকারীর সংখ্যা লাখের গণ্ডিতে। খ্যাতির চূড়ায় থেকেই মাত্র ২৫ বছর বয়সেই দুনিয়াকে বিদায় জানালেন আরজে সিমরন সিং। আত্মঘাতী হয়েছেন নাকি তিনি। কিন্তু খ্যাতি আর সাফল্যের পরও কেন হঠাৎ এহেন চরম পদক্ষেপ গ্রহণ করলেন সিমরন? ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। মনকষ্টে ভুগছিলেন তিনি? না কি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এই নেটপ্রভাবী? যদিও সমাজমাধ্যমে তাঁর ভিডিয়ো এবং ছবি দেখে এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়াই কঠিন। আপাতত সেই দায়িত্বই কাঁধে তুলে নিয়েছেন পুলিশ।