‘গডস প্ল্যান’! রিঙ্কু সিং নিজের বাঁহাতে নতুন ট্যাটুতে তেমনটাই লিখিয়েছেন। আর সেটা সাজিয়েছেন পাঁচটি ‘O’ আঁকিয়ে। বুঝতে বাকি নেই, পাঁচটি ‘O’ পাঁচটি ছক্কার বলেরই চিহ্ন। ২০২৩ সালের ৯ এপ্রিল তিনি গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে যশ দয়ালের শেষ ওভারে ৫ বলে ৫ ছক্কায় কেকেআরকে অবিশ্বাস্য জয় এনে দেন তিনি। তাতেই ঘুরে যায় রিঙ্কুর জীবন। পরে যশকে উদ্বুদ্ধ করতে তাঁর উদ্দেশ্যেই রিঙ্কু সিং সমাজমাধ্যমে লিখেছিলেন ‘গডস প্ল্যান’। এবার সেই কথাটাই বসালেন হাতেও। বাংলাদেশের বিপক্ষে টি২০ সিরিজের আগে এমন ট্যাটু সমাজমাধ্যমে হয়ে উঠেছে চর্চার বিষয়।