গতবার জামাই আদর করেই দলে নেওয়া হয়েছিল। কেকেআর বহুমূল্য রত্নের দিকে এবার ফিরেও তাকায়নি। গতবার আইপিএল নিলামে রেকর্ড দামে অসি পেস তারকাকে কেনার পর এবার তার সঙ্গে যোগাযোগই করেনি তারা! তাতে বেশ অবাকই হয়েছেন মিচেল স্টার্ক। যদিও নিলামে কী হবে, তা বলা এখনই সম্ভব নয়। তবে হতাশা প্রকাশ করে স্টার্ক বলেছেন, ‘আমি এখনও তাদের কাছ থেকে কোনো মেসেজ পাইনি। এটাই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট!’ শুধু স্টার্ক কেন, বেশিরভাগ অস্ট্রেলিয়ান ক্রিকেটারেরই এবার আইপিএল রিটেনশনে শিঁকে ছেড়েনি। রয়েছেন শুধু ট্র্যাভিস হেড ও প্যাট কামিন্স।