Today Kolkata:- চারবারের আইপিএল (IPL) চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK) আইপিএল ২০২৩-এর প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে লড়বে। আইপিএল শুরু হওয়ার বেশ কয়েকদিন আগে থেকে ৪১ বছর বয়সী মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) আসন্ন মরসুমের জন্য সিএসকে (CSK) স্কোয়াডের সঙ্গে অনুশীলন শুরু করেছেন। ইতিমধ্যে দলে যোগ দিয়েছেন রবীন্দ্র জাডেজা (Rabindra Jadeja) । বেন স্টোকস সহ দলের অন্যান্যরাও ঢুকে পড়েছেন সিএসকে শিবিরে। গত মরসুমটা একেবারেই ভালো কাটেনি সিএসকের।

নিলামে যাঁদের কেনা হয়েছে : ভগৎ ভার্মা (২০ লাখ টাকা), অজয় মণ্ডল (২০ লাখ টাকা), কাইল জেমিসন (১ কোটি টাকা), নিশান্ত সিন্ধু (৬০ লাখ টাকা), শেখ রসিদ (২০ লাখ টাকা), বেন স্টোকস ( ১৬.২৫ কোটি), অজিঙ্ক রাহানে (৫০ লাখ টাকা)
চেন্নাইয়ের স্কোয়াড এমএস ধোনি (অধিনায়ক), ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কওয়াড়, অম্বাতি রায়াডু, শুভ্রাংশু সেনাপতি, মঈন আলি, শিবম দুবে, রাজবর্ধন হ্যাঙ্গারগেকর, ডোয়েন প্রিটোরিয়াস, মিচেল স্যান্টনার, রবীন্দ্র জাডেজা, তুষার দেশপান্ডে, মুকেশ চৌধুরী, সিমার্শা পাথিরানা, দীপাতিরানা সিং, প্রশান্ত সোলাঙ্কি, মহেশ থিকশানা, অজিঙ্কা রাহানে, বেন স্টোকস, শেখ রশিদ, নিশান্ত সিন্ধু, কাইল জেমিসন, অজয় মণ্ডল, ভগৎ ভার্মা।
গত মরশুমের ব্যর্থতা অতীত , IPL এর আগে অনুশীলনে চেন্নাই সুপার কিংস।
২০২২ সালটা নাটকীয়ভাবে কেটেছে চেন্নাই সুপার কিংসের (CSK)। মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) ছায়া থেকে বেরনো প্রয়োজন। এটা বুঝেই ভবিষ্যতের ক্যাপ্টেনকে তৈরি করতে চেয়েছিল সিএসকে। ধোনির ব্যাটন রবীন্দ্র জাডেজা (Rabindra Jadeja) হাতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন অধিনায়কের অধীনে মরসুমের প্রথমার্ধে হতাশাজনক পারফরম্যান্স ছিল চেন্নাইয়ের (CSK)। একের পর এক হার। যে কারণে মরসুমের মাঝপথে ফের একবার ধোনির (Mahendra Singh Dhoni) হাতে ক্যাপ্টেন্সির ভার দেওয়া হয়। পয়েন্ট টেবিলের নীচে থাকা দলটি শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারেনি। দ্রুত বিদায় নিতে হয়েছিল চেন্নাইকে।
Mahammad Ali গরু পাচারকাণ্ডে যোগ! ইডির ডাকে নথি সহ সিউড়ি থানার আইসির দিল্লি যাত্রা।
Mahammad Ali গরু পাচারকাণ্ডে যোগ! ইডির ডাকে নথি সহ সিউড়ি থানার আইসির দিল্লি যাত্রা।